Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ

ভবিষ্যত পরিকল্পনা:

জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে অধ্যয়ণরত সকল শিশুর ছবিসহ আইডিকার্ড প্রণয়ন, শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধিকরা, ঝরেপড়া ও বিদ্যালয় বহির্ভূত শিশুদের বিদ্যালয়ে আনয়ন, যথাসময়ে পাঠ্যসূচি সম্পন্নকরণ নিশ্চিত করা হবে । সকল শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করা হবে। জেলার প্রাথমিক বিদ্যালয় সমূহকে শিশুদের জন্য একটি নিরাপদ অবস্থানের কাক্ষিত জায়গা হিসেবে গড়ে তোলার লক্ষে “ আকর্ষণীয় বিদ্যালয়-মান সম্মত শিখন”- ও ‘‘আমরা পড়াই, জাতি গঠনে কাজ করে যাই” এ  শ্লোগানকে প্রতিপাদ্য হিসেবে গণ্য করে এ জেলার বিদ্যালয় সমূহকে প্রস্তুত করা হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রাথমিক বিদ্যালয়সমূহে স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণ ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে।