Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রমিক নং

প্রদেয় সেবা

কিভাবে পাওয়া যায়

মন্তব্য

বিনামূল্যে বই বিতরণ

নির্ধারিত সময়ের ডিপিইও কর্তৃক ইউইও অফিসের চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী অধিদপ্তর থেকে বই পৌছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

বিএড/এম এড সংক্রামত্ম প্রশিক্ষনার্থীদের নামের প্রস্তাবনা

এপ্রিল মাসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বরাবরে শিক্ষকের  আবেদন প্রেরন করা হয়।

 

উচ্চতর পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি প্রদান

প্রাইভেট/উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেয়া হয়।

 

টাইমস্কেল এর আবেদন নিস্পত্তি

টাইমস্কেলের মঞ্জুরী দেয়া হয়।

 

পদোন্নতি প্রদান

উপজেলা শিক্ষা কমিটির প্রস্তাব মোতাবেক পদোন্নতি দেয়া হয়।

 

দক্ষতাসীমার আবেদন নিস্পত্তি

উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ মোতাবেক অনুমতি দেয়া হয়।

 

এলপিআর/লাম্পগ্রান্ট আবেদন নিস্পত্তি

উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ মোতাবেক মঞ্জুরী আদেশ দেয়া হয়।

 

পেনশন কেস/আবেদনের নিস্পত্তি

উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ মোতাবেক মঞ্জুরী আদেশ দেয়া হয়।

 

জিপিএফ থেকে ঋণগ্রহণ সংক্রান্ত আবেদনের নিস্পত্তি

উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ মোতাবেক মঞ্জুরী আদেশ দেয়া হয়।

 

১০

জিপিএফ থেকে চুড়ান্ত উত্তোলন সংক্রান্ত আবেদনের নিস্পত্তি

উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশ মোতাবেক মঞ্জুরী আদেশ দেয়া হয়।

 

১১

গৃহনির্মান ও অনুরূপ আবেদন নিস্পত্তি

বিভাগীয় উপপরিচালকের নিকট আবেদন অগ্রবর্তী করা হয়।

 

১২

পাসপোর্টকরণের আবেদন নিস্পত্তি

আবেদন সুপারিশ করে পাসপোট অফিসে প্রেরণ করা হয়।

 

১৩

বিদেশ ভ্রমন/গমন সংক্রান্ত আবেদন নিস্পত্তি

বিভাগীয় উপপরিচালকের নিকট আবেদন অগ্রবর্তী করা হয়।

 

১৪

নৈমিত্তিক ছুটি ব্যতীত বিভিন্ন প্রকার ছুটিসংক্রান্ত আবেদন নিস্পত্তি

কর্মচারীদের ছুটি মঞ্জুর করা হয়। প্রথম শ্রেনীর কর্মকর্তাদে্রও ছুটির আবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়।

 

১৫

শিক্ষকদের বদলীর আবেদন নিস্পত্তি (জেলার মধ্যে/ আন্ত: উপজেলা)

জেলার অভ্যান্তরে আন্ত উপজেলা বদলী করা হয়। জেলার বাহিরে আবেদন সুপারিশ করে ডিডি অফিসে প্রেরণ করা হয়।

 

১৬

বকেয়া বিল এর আবেদন নিস্পত্তি

বকেয়া বিলের চাহিদা অধিদপ্তরে প্রেরণ করা হয়।

 

১৭

বার্ষিক গোপনীয় অনুবেদন/ প্রতিবেদন পূরণ/লিখন (অধস্তন অফিস থেকে প্রাপ্ত)

কর্মকর্তাদের এসিআর উর্দ্ধতন অফিসে প্রেরণ করা হয়। কর্মচারীদের এসিআর সংরক্ষন করা হয়।

 

১৮

বার্ষিক গোপনীয় অনুবেদন/ প্রতিবেদন পূরণ/লিখন 

জানুয়ারী মাসের মধ্যে ডিডি অফিসে প্রেরণ করা হয়।

 

১৯

তথ্য প্রদান/সরবরাহ

তথ্য প্রদান সরবরাহ করা হয় তবে নিজ এখতিয়ারাধীন না হলে যথাস্থানে আবেদনের পরামর্শ প্রদান করা হয়।

 

২০

সরকারের দেয়া বিভিন্ন কর্মসূচী

যথাযথভাবে নির্দেশ মোতাবেক পালন করা হয়।