প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের নিমিত্ত সহকারী শিক্ষক নিয়োগ 2014-এর প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের নিমিত্ত 2018 সালে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। অন-লাইনে আবেদন কার্যক্রম গত 30 আগস্ট 2018 তারিখ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালে আবেদিত প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে অন্যান্য কার্যক্রম সম্পন্ন হলে শূন্য পদসমূহে নতুন শিক্ষক নিয়োগ প্রদান করা হবে;
নিয়মিতভাবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আরো ব্যাপক পরিসরে শিক্ষার্থীরা যাতে আনন্দঘন পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে;
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-এ ইউনিয়ন ও উপজেলায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা অচিরেই সম্পন্ন করা হবে।